নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশের প্রখ্যাত গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক বীর মুক্তিযোদ্ধা প্রয়াত আহমেদ ইমতিয়াজ বুলবুল ও কণ্ঠের জাদুকর সঙ্গীতশিল্পী সুবীর নন্দী স্মরণে ফরিদপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে শুক্রবার রাতে সুরলহরী সাংস্কৃতিক একাডেমী ফরিদপুরের উদ্যোগে সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যা সাড়ে ৭ টায় শিল্পীদ্বয়ের স্মরণে অনুষ্ঠানে আগত দর্শকদের নিয়ে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর পরই গীতিকার আহমেদ ইমতিয়াজ বুলবুলের কালজয়ী দেশাত্মবোধক সঙ্গীত ’সবকটা জানালা খুলে দাও না আমি গাইব বিজয়েরই গান, ওরা আসবে চুপি চুপি, যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ। এই গানটির মাধ্যমে সঙ্গীতানুষ্ঠান শুরু হয়। গানটি পরিবেশন করেন ফরিদপুরের কোকিল কণ্ঠী গায়িকা অধ্যাপক শ্যামলী আক্তার। এরপর একে একে গীতিকার আহমেদ ইমতিয়াজ বুলবুল এর লেখা ও সঙ্গীত শিল্পী সুবীর নন্দীর গাওয়া চৌদ্দটি গান পরিবেশন করেন সঙ্গীতশিল্পী শরীফ মোহাম্মদ সোহান, ডা: হাফিজুর রহমান, সাদ্দাম হোসেন সাজু ও অধ্যাপক শ্যামলী আক্তার। সঙ্গীতানুষ্ঠানটি উপস্থাপনা করেন বিশিষ্ট কবি ও লেখক আলিম আল রাজি আজাদ। অনুষ্ঠানে কিবোর্ডে কাজী শাহীদ, তবলায় হায়াতুল ইসলাম টুটুল ও প্যাডে তুষার আহমেদ সহযোগিতা করেন।
Leave a Reply