নিজস্ব প্রতিবেদক: “বিজ্ঞান ও প্রযুক্তি অগ্রগতির মূল শক্তি- এই প্রতিপদ্য বিষয় নিয়ে গত ২৫ থেকে ২৭ জুন ২০১৯ পযর্ন্ত ঢাকা বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে তিন দিনব্যাপি মেলা অনুষ্ঠিত হয়। এই মেলায় ফরিদপুরের পক্ষে সিনিয়র গ্রপে অংশ গ্রহন করে ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট ফরিদপুর কম্পিউটার বিভাগের ৬ষ্ঠ পর্বের কৃতি ছাত্র রাকিবুল ইসলাম সৈকত । তাদের গাইড শিক্ষক হিসাবে নেতৃত্বদেন একই ইনস্টিটিউট কম্পিউটার বিভাগের এর প্রধান রূপা বেগম।
গত ১৭ থেকে ১৯ জুন দেশ ব্যাপী একযোগে জেলা পর্যায়ে অনুষ্ঠিত হয়।সেই মেলায় ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট , সিনিয়র গ্রপে প্রথম স্থান অধিকার করে জাতীয় পর্যায়ের টিকেট পায়। জেলা পর্যায়ের বাছাই শেষে সকল জেলার অংশগ্রহনকারীদের নিয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রানালয় এর পক্ষে ঢাকা বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে তিন দিনব্যাপি মেলা অনুষ্ঠিত হয়।
এই মেলায় বিশেষ গ্রপে দ্বিতীয় ও সিনিয়র গ্রূপে ৫ম স্থান অধিকার করে ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট ফরিদপুর, তাদের প্রকল্প ছিল স্মার্ট হোম। ইতির্পূবেও ৩৫ তম জাতীয় বিজ্ঞান মেলায় ফরিদপুরে প্রথম সফলতা বয়ে এনেছিল ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট।
Leave a Reply