বোয়ালমারী প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার ৭নং ওয়ার্ডের ছোলনা গ্রাম থেকে শনিবার বিকেলে মো. কাইয়ুম মোল্যা (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বোয়ালমারী থানা পুলিশ। এ ঘটনায় বোয়ালমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।
থানার উপপুলিশ পরিদর্শক মো. সাইফুদ্দিন আহমেদ জানান, গোপন সংবাদের ভীত্তিতে জানতে পারি, ছোলনা গ্রামের মাদক ব্যবসায়ী মো. কাইয়ুম মাদকসহ বাড়িতে অবস্থান করছে। ফোর্স নিয়ে দ্রæত তার বাড়িতে হানা দিয়ে বসত ঘরের মধ্য থেকে ১শ পিস ইয়াবাসহ কাইয়ুমকে হাতেনাতে আটক করি।
এ ব্যাপারে বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ একেএম শামীম হাসান বলেন, কাইয়ুম একজন পুরাতন মাদক ব্যবসায়ী। শনিবার তাকে মাদকসহ আটক করে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। কায়ূমের নামে বিভিন্ন থানাসহ মোট ১৭টি মাদক মামলা রয়েছে।
Leave a Reply