নিজস্ব প্রতিবদকঃ বর্তমানে আমাদের দেশের যুব সমাজের অধঃপতনের অন্যতম প্রধান কারণ মাদকাসক্তি। দেশের যুবসমাজের একটি বড় অংশ আশংকাজনকভাবে মাদকের আসক্ত হয়ে পড়ছে। মাদকের টাকা জোগাড় করার জন্য মাদকাসক্ত যুব সমাজ বিভিন্ন ধরনের অনৈতিক কার্যকলাপ, অবৈধ অস্ত্রের ব্যবহার, ছিনতাইসহ বিভিন্ন অবৈধ কর্মকান্ডে জড়িয়ে পড়ছে। “বাংলাদেশ আমার অহংকার” এই ¯েøাগান নিয়ে র্যাব যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষার জন্য প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশব্যাপী বিভিন্ন মাদক ও সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে যা দেশের সর্বস্তরের জনসাধারন কর্তৃক ইতোমধ্যেই বিশেষভাবে প্রশংসিত হয়েছে।
এর ধারাবাহিকতায় র্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল ১৮/০৭/২০১৯ইং তারিখ দুপুরে ফরিদপুর জেলার কোতয়ালী থানার মোল্লাবাড়ি সড়ক এলাকা থেকে কোতয়ালী জিআর নং-১১৩/১৬ ধারা- মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ১৯৯০ এর ১৯(১) টেবিলের ৭(ক) এর ওয়ারেন্টভূক্ত আসামী মোঃ সাদ্দাম হোসেন (৩০), পিতা- হালিম মাতুব্বর, সাং- মোল্লাবাড়ি সড়ক, বিহারী কলোনি, থানা-কোতয়ালী, জেলা-ফরিদপুর’কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply