Spread the love


নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের ধুলদীতে দ্রুতগামী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে উল্টে দুই শ্রমিক নিহত হয়েছেন।
এ সময় আরও পাঁচ শ্রমিক আহত হয়। শনিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষনিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. নুরুল আলম দুলাল জানান, ভোরের দিকে ঢাকা থেকে পিরোজপুরগামী বিদ্যুতের মালামালসহ একটি ট্রাক ওই স্থানে উল্টে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।
তিনি জানান, শ্রমিকরা উল্টে যাওয়া ট্রাকের মালামালের নিচে চাপা পড়ে আটকে ছিল, পরে ট্রাক সরিয়ে তাদের উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, গুরুত্বর আহতাবস্থায় পাঁচজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। লাশ কানাইপুর হাইওয়ে পুলিশে হস্তান্তর করা হয়েছে।


Spread the love