নিজস্ব প্রতিবেদকঃ ফরিদপুর পৌসভার আয়োজনে পয়ঃবর্জ ব্যবস্থাপনা নিয়ে ঈমাম ও খতিবদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় শহর তলীর আদমপুর পৌরসভার সিআরটিসি কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়।
সোসাইটি ফর দ্যা আরবার পুওর (সাফ) এবং প্র্যাকটিক্যাল এ্যাকশনের সহযোগীতায় সভায় পয়ঃবর্জকে বাসাবাড়ি থেকে সংগ্রহ করে তা বিশেষ প্রক্রিয়ায় রুপান্তরিত জৈব সারে পরিনত করা হচ্ছে যা পরিবেশের জন্য উপকারি এ বিষয়ে আলোকপাত করা হয়।
পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর ও মাল্টিস্টোক হোল্ডার স্টেয়ারিং কমিটির সভাপতি আনিসুর সহমান চৌধুরী সাবুলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র শেখ মাহতাব আলী মেথু।
সভায় এসময় ঈমাম কল্যান ফাউন্ডেশনের সভাপতি মাওলানা কেরামত আলী, সাধারন সম্পাদক মাওলানা মোঃ ইসমাইল হোসাইন, আলীপুর গোরস্থান জামে মসজিদের ঈমাম মাওলানা মাসুদুর রহমান, মাওলানা জহিরুল ইসলাম, সাফের পরিচালক বিলায়েত হোসেন, প্র্যাকটিক্যাল এ্যাকশন আঞ্চলিক কর্মকর্তা ধীমান হালদার, সোস্যাল মোবিলাজার আল আমিন সহ ঈমাম ও পৌর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Leave a Reply