বোয়ালমারী প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী পৌরশহরের ডাকবাংলো হলরুমে সোমবার (২৬.০৮.১৯) ৩০জন মৎস্য চাষীকে আশা এনজিওর আয়োজনে দিনব্যাপী উত্তম মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়। সকাল ৯টা থেকে বিকেলে ৩টা পর্যন্ত এ প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণে উপস্থিত ছিলেন, আশার রিজিওনাল ম্যানেজার অজয় কুমার দাস, ঢাকা কেন্দ্রীয় অফিসের সহকারী পরিচালক সবুজ কুমার চৌধুরী, ফরিদপুর জেলা মৎস্য অফিসার মো. মনিরুল ইসলাম, বোয়ালমারী উপজেলা মৎস্য অফিসার সুদীপ বিশ্বাস, আশার জেলা ম্যানেজার মো. নাসিরউদ্দিন মোল্যা।
Leave a Reply