সদরপুর প্রতিনিধিঃ ফরিদপুর সদরপুর উপজেলার বাবুরচর বাজার সংলগ্ন বসতী মোশারফ খালাসীর দুই শিশু কন্যা মেহেজান (৪) ও শাহানাজ (২) এর করুন মৃত্যু হয় (ইন্নানিল্লাহি……….রাজিউন)। মোশারফের পরিবার সূত্রে জানা যায় গত শনিবার রাতে খাবার শেষে সবাই শুয়ে পড়লে মধ্যরাতে হঠাৎ মোশারফের স্ত্রীসহ তিন সন্তান অসুস্থ হয়ে পরলে রাতেই তাদেরকে সদরপুর হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হলে কতব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানেও অবস্থার অবনতী দেখা দিলে ঢাকা নেওয়ার পথে পথিমধ্যে দুই শিশু কন্যার মৃত্যু ঘটে। মোশারফের স্ত্রী ও ছেলের সুস্থতা লাভ করলেও তার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। এলাকা বাসীর ধারনা মশা মারার স্প্রে বা মজুদ ফসল ভালো রাখার কীটনাশক ঔষধ ব্যবহারের সময় খাদ্যে প্রবেশ হওয়ার ফলে মৃত্যুর কারণ হতে পারে। গতকাল বাদ যোহর বাবুরচর জামে মসজিদ প্রাঙ্গনে তাদের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
Leave a Reply