ভাঙ্গা প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় চৌকি আদালত লিগ্যাল এইড কমিটির এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার ভাঙ্গা পাইলট উচ্চ বিদ্যালয় সেমিনার কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ভাঙ্গা চৌকি আদালতের সিনিয়র সহকারী জজ মোঃ নুরুল ইসলাম। ভাঙ্গা বার কাউন্সিলের সাধারন সম্পাদক এ্যাড.জহুরুল হক মিঠুনের সঞ্চালনায় ভাঙ্গা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হায়দার হোসেনের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন চৌকি আদালত সহকারী জজ সদরপুর(ভাঙ্গা) শফিকুল ইসলাম , সহকারী জজ আশীষ রায় চৌকি আদালত নগরকান্দা ,উপজেলা ভাইস চেয়ারম্যান পারুলী আক্তার।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাঙ্গা বার কাউন্সিলের সভাপতি এ্যাড. ইকরাম আলী শিকদারসহ,অধ্যক্ষ ইব্রাহিম খলিল,অধ্যক্ষ রেজাউল করিম, এ্যাড. কে, এম আলী মোর্শেদ, রুহুল আমিন,মাসুদ মুন্সী,দেলোয়ার হোসেন চৌধুরী,নারী ও এনজিও কর্মী ,শিক্ষক ,সাংবাদিক,শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী প্রমুখ। এ সময় শিক্ষার্থীদের মধ্যে থেকে আইনি বিভিন্ন প্রশ্নের পর্যালোচনা করা হয়।
Leave a Reply