এস এম মনিরুজ্জামানঃ নারী উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে, ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম, বেনিফিসিয়ারিজ ফ্রেন্ডশীপ ফোরাম এর সহযোগীতায় এবং ফরিদপুর পৌরসভার আয়োজনে ১৫ দিনব্যাপি পাট জাত হস্তশিল্প প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বেনিফিসিয়ারিজ ফ্রেন্ডশীপ ফোরাম কার্যালয়ে এই কোর্সের উদ্বোধন করেন ফরিদপুর পৌরসভার প্যানেল মেয়র এবং ২ ন্ ংওয়ার্ডের কাউন্সিলর চৌধুরি আনিসুর রহমান সাবুল। উক্ত অনুষ্ঠানে ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের আঞ্চলিক সমন্বয়কারী মো. ইকরাম হোসেন এবং বেনিফিসিয়ারিজ ফ্রেন্ডশীপ ফোরামএর নির্বাহী পরিচালক আ.ন.ম. ফজলুল হাদি ছাব্বির যথা ক্রমে অংশ গ্রহনকারীদের উদ্দেশ্যে বক্তব্য রাথেন। বক্তব্যে তারা বলেন পাট জাত হস্তশিল্প প্রশিক্ষণ ফরিদপুরের নারীদের উদ্যোক্তা সৃষ্টি করতে অভাবনীয় ভ’মিকা রাখবে। এই প্রশিক্ষণে পাটের তৈরি ব্যাগ, ফাইল, মানিব্যাগ, টিস্যুবাক্স ইত্যাদির উপরে অংশগ্রহনকারীদের প্রস্তুত করা হবেএবং প্রশিক্ষণের পরে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। প্রশিক্ষণের প্রথম পর্বে ২০ জন দরিদ্র্য নারী উৎসাহের সাথে অংশ গ্রহন করছে।
Leave a Reply