বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের হাসামদিয়া গ্রামের একটি বাঁশ বাগান থেকে বুধবার (০৩.০৯.১৯) সকালে মিরা বেগম (১৮) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে বোয়ালমারী থানা পুলিশ। লাশ উদ্ধারকারী কর্মকর্তা এসআই ইমরান হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে বাঁশ বাগান থেকে মিরা বেগমের লাশ উদ্ধার করি। ওড়না দিয়ে বাঁশের সাথে গলায় ফাঁস নিয়েছে বলে ধারনা করা হচ্ছে। মিরা ও তার স্বামী রকিবুল হোসেন দুই মাস আগে ওই হাসামদিয়া গ্রামে গিয়ে একটি ছাপড়া ঘর উঠিয়ে বসবাস করে আসছে। রকিবুলের আগের বাড়ি একই উপজেলার চন্দনী গ্রামে। রকিবুলের সাথে মিরার চলতি বছরের জুলাই মাসে বিয়ে হয়। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে এটি আত্মহত্যা। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে মৃত্যুর কারণ। তবে ঘটনার পর থেকে মিরা বেগমের স্বামী রকিবুল পলাতক রয়েছে। মিরা বেগমের মা লায়লী বেগম বাদি হয়ে থানায় ইউডি মামলা করেছে। মামলা নম্বর ২৮।
Leave a Reply