সালথা প্রতিনিধিঃ ফরিদপুরের সালথায় শিশু ধর্ষনের চেষ্টায় আক্কাছ মাতুব্বার (৪৫) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকাল ৯টার দিকে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাকদি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করার অভিযোগে থানায় একটি মামলা দায়ের হয়েছে। আক্কাছ মাঝারদিয়া গ্রামের মৃত মুনছুর মাতুব্বারের ছেলে ও আশ্রয়ণ কেন্দ্রের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, মঙ্গলবার বিকাল আনুমানিক সাড়ে ৫টার দিকে ৬ বছরের এক শিশুকে বিস্কুট কিনে দেওয়ার কথা বলে মাঝারদিয়া আকমল ব্যপারীর পরিত্যক্ত ঘরের মধ্যে নিয়ে জোরপূর্বক ধর্ষনের চেষ্টা করে আক্কাছ মাতুব্বার। এসময় আশে পাশের লোকজন টেরপেলে শিশুটিকে উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যান। এঘটনায় সালথা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে জোরপূর্বক ধর্ষনের চেষ্টা করার অপরাধে একটি মামলা দায়ের করা হয়েছে। এঘটনায় বুধবার সকালে মাঝারদিয়া ইউনিয়নের কাকদি এলাকা থেকে অভিযুক্ত আক্কাছ মাতুব্বারকে গ্রেফতার করেছে পুলিশ।
সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, আক্কাছ মাতুব্বারকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply