বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার মধ্য কামারগ্রাম থেকে মাদক ব্যবসায়ী তরিকুল ইসলাম রাজুকে (৩৭) ১০ পিস ইয়াবা বড়ি ও ২ বোতল ফেন্সিডিলসহ আটক করেছে থানা পুলিশ। রাজু মধ্য কামারগ্রামের আকমল মিয়ার ছেলে। তার নামে বোয়ালমারী থানায় ৭টি মাদক মামলা রয়েছে। থানার এসআই দিপংকর স্যানাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে রাজুকে তার বাড়ির উঠান থেকে আটক করি। এ সময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা বড়ি ও ২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় এসআই দিপংকর স্যানাল বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করেছেন। মামলা নম্বর ১৪। তাকে বৃহস্পতিবার ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply