সঞ্জিব দাসঃ বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ডের পক্ষ থেকে বৃটিশ সৈনিক ও সৈনিকের বিধবা স্ত্রীগনের ১৫ জনের মধ্যে বয়োজ্যেষ্ঠ/দুঃস্থ ভাতা প্রদান করা হয়েছে।
বুধবার দুপুরে ফরিদপুর জেলা সশস্ত্র বাহিনী বোর্ডের অফিসে এই ভাতা প্রদান করা হয়। এসময় উপস্থিত থেকে বৃটিশ সৈনিক ও সৈনিকের বিধবা স্ত্রী ও তাদের পরিবারের সদস্যদের মধ্যে ভাতা
প্রদান করেন ফরিদপুর জেলা সশস্ত্র বাহিনী বোর্ডের সিগন্যালস সচিব মেজর মোঃ মুস্তাফিজুর রহমান। অন্যদের মধ্যে ছিলেন জেলা সশস্ত্র বাহিনী বোর্ডের ইনভেস্টিগেশন অফিসার মোঃ সোহরাব হোসেন, ইউডিএ মোঃ জুয়েল হোসেন।
উল্লেখ্য, ব্রিটিশ আমলে বৃটিশ সৈনিকে কর্মরত ফরিদপুর অঞ্চলের(ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরিয়তপুর) বর্তমানে জীবিত ১৫ জন বৃটিশ সৈনিক ও সৈনিকের বিধবা স্ত্রীদের মধ্যে ৬হাজার টাকা করে এই ভাতা প্রদান করা হয়।
Leave a Reply