ভাঙ্গা প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় শারদীয় দুর্গা পূজা উপলক্ষ্যে আনন্দ করতে গিয়ে প্রান গেল গোবিন্দ চন্দ্র রায়(৩০) নামে এক ওষুধ ব্যবসায়ীর।সোমবার দিবাগত গভীর রাতে উপজেলার কালামৃধা ইউনিয়নের কালামৃধা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর অসুস্থ্য হয়ে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
খবর পেয়ে মঙ্গলবার সকালে ভাঙ্গা থানার এস.আই শওকত হোসেন সঙ্গীয় পুলিশ নিয়ে লাশটি উদ্বার করে থানায় নিয়ে আসে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে,দুর্গা পূজা উপলক্ষ্যে ওই ওষুধ ব্যবসায়ী তার কয়েক জন বন্ধু মিলে মদ পান করেন। এক পর্যায়ে অতিরিক্ত মদ্য পানে ৪ বন্ধু অসুস্থ্য হয়ে পড়ে।
তাদেরকে পরিবারের লোকজন উদ্বার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর সেখানে গোবিন্দ চন্দ্র রায়ের মৃত্যু হয়। এ ঘটনায় অপর ৩ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।সেথানে তারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
Leave a Reply