মাহবুব হোসেন পিয়ালঃ আর্šÍজাতিক উন্নয়ন সংস্থা প্র্যাকটিক্যাল এ্যাকশনের প্রধান নির্বাহী পল স্মিথ লোমাস এবং ট্রাষ্টি বোর্ড সভাপতি ইভন পিন্টো বৃহস্পতিবার ফরিদপুর পৌরসভায় প্র্যাকটিক্যাল এ্যাকশন পরিচালিত বিভিন্ন কার্যক্রম পরির্দশন করেছেন। কার্যক্রম পরির্দশন শেষে দুপুরে পৌর মেয়র শেখ মাহতাব আলী মেথু সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন তারা। পৌর মেয়রের অফিস কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্র্যাকটিক্যাল এ্যাকশনের কান্ট্রি ডিরেক্টার হাসিন জাহান,আরবান ওয়াস এন্ড এনার্জি প্রগ্রামের স্ট্রাটেজিক উত্তম কুমার সাহা, হেড অব প্রগ্রাম ডেলিভারী হোসাইন ইসরাত আদিব, পৌর কাউন্সিলর অনিসুর রহমান চৌধুরী সাবুল, শামসুল আরেফিন সাগর,পৌর সচিব তানজিলুর রহমান মিলন, প্রধান হিসাব রক্ষক ফজলুল করিম আলাল, প্রকৌশলী সৈয়দ মো ঃ আশরাফ, প্র্যাকটিক্যাল এ্যাকশন ফরিদপুরের কর্মকর্তা ধীমান হালদার উপস্থিত ছিলেন। এসময় পৌর মেয়র শেখ মাহতাব আলী মেথু বলেন, প্র্যাকটিক্যাল এ্যাকশনের কয়েকটি প্রজেক্ট চলছে ফরিদপুর পৌরসভায় যা থেকে পৌরবাসী নানাবিধ সুবিধা ভোগ করছে। তিনি বলেন, ফরিদপুর পৌর সভার অনুন্নত এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে প্র্যাকটিক্যাল এ্যাকশন পৌর সভার সাথে কাজ করে যাচ্ছে, এছাড়া তাদের প্রশিক্ষন ,কর্মসংস্থান ও সুদ মুক্ত ঋণের ব্যাবস্থা করা হয়েছে। প্র্যাকটিক্যাল এ্যাকশন ফরিদপুর পৌর সভায় ¯øাজ ম্যানেজমেন্টেরও কাজ করছে এ জন্য শহরতলীর আদমপুরে গড়ে তোলা হয়েছে ¯øাজ ম্যানেজমেন্ট ট্রিটমেন্টে প্লান। এই প্লান্ট থেকে জৈব সারও উৎপাদিত হচ্ছে। অতিথিদের বক্তব্যে প্র্যাকটিক্যাল এ্যাকশনের প্রধান নির্বাহী পল স্মিথ লোমাস এবং ট্রাষ্টি বোর্ড সভাপতি ইভন পিন্টো জানান,ফরিদপুর পৌরসভার সাথে প্র্যাকটিক্যাল এ্যাকশনের বিগত দিনের অভিজ্ঞতার আলোকে ভবিষৎতের এই যৌথ উদ্যোগকে অরো গতিশীত করার জন্য সব ধরনের সহযোগিতা করা হবে। পরে ফরিদপুর পৌর সভা চত্বরে ফিতা কেটে ¯øাজ ট্যাংকার এর উদ্বোধন করেন অতিথিরা।
Leave a Reply