নিজস্ব প্রতিবেদকঃ ফরিদপুরের প্রবীণ সাংবাদিক আহমেদ ফিরোজকে নানা শ্রেনি পেশার মানুষের পক্ষ থেকে শেষ শ্রদ্ধা জানানো হয়েছে। বুধবার বাদ জোহর নামাজের পর তার জানাজা অম্বিকা হল মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে শেষ বারের মতো তার কফিনে ফুলের শ্রদ্ধা জানান ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ ইমতিয়াজ হাসান রুবেল ও তার দীর্ঘদিনের সহকর্মি সাংবাদিক বৃন্দ।
এরপর শ্রদ্ধা জানান, বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী চৌধুরী কামার ইবনে ইউসুফ ও বিএনপির নেতৃবৃন্দসহ নানা শ্রেনি পেশাার মানুষ।
বিকেলে আলীপুর গোরস্থানে তার দাফন সম্পূর্ণ হয়। আগামী ১ নভেম্বর রোজ শুক্রবার বাদ জুম্মা চৌরঙ্গী জামে মসজিদে মরহুমের দোয়া মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মঙ্গলবার বিকেল ৪টায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি না ফেরার দেশে চলে যান। তার মৃত্যুর খবরে সারা শহর ও সাংবাদিকসহ সুধি মহলে শোকের ছায়া নেমে আসে।
Leave a Reply