সালথা প্রতিনিধিঃ ফরিদপুরের সালথায় অবৈধভাবে সার বিক্রি করার অপরাধে এক ব্যবসায়ীর জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার আটঘর ইউনিয়নের আটঘর বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করেন।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার আটঘর বাজারে উপস্থিত হয়ে একটি কীটনাশকের দোকানে অভিযান চালায়। এসময় লাইসেন্স বিহীন সার বিক্রি করার অপরাধে আটঘর গ্রামের হাসেম মাতুব্বারের ছেলে কীটনাশক ব্যবসায়ী উজ্জল মাতুব্বারকে ১০ হাজার টাকা জরিমানা করেন। লাইসেন্স বিহীন কোন প্রকার সার বিক্রি যাবে না বলে উজ্জলকে সতর্ক করা হয়েছে।
Leave a Reply