এস এম মনিরুজ্জামানঃ ফরিদপুর এ্যাডভেন্টিস ইন্টারন্যাশল মিশন স্কুলের (ইংলিশ ভার্সন) গেট টুগেদার এন্ড ইনভেষ্টটিসার সার্ভিস বৃহস্পতিবার সকাল ৮ায় শহরের কমলাপুরে স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসুচির উদ্বোধন করেন ঢাকা এ্যাডভেন্টিস প্রি সেমিনারীর অধ্যক্ষ অনুকুল রিচিল। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা এ্যাডভেন্টিস প্রি সেমিনারীর কোষাদক্ষ অমল মিন্জি,স্থানীয় কাউন্সিলর নাসিরউদ্দীন মিলার,ফরিদপুর ল্যাব এইডের শাখা ম্যানেজার আমিনুল ইসলাম বাবু প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফরিদপুর এ্যাডভেন্টিস ইন্টারন্যাশল মিশন স্কুলের অধ্যক্ষ জেমস মৃধা । দিন ব্যাপী গেট টুগেদার অনুষ্ঠানে স্কুলের ছাত্র-ছাত্রীরা গান,নৃত্য,আবৃতি ও অভিনয় করেন । পরে বিজয়ীদের সহ সকল অতিথিকে পুরস্কার দেওয়া হয়।
Leave a Reply