সালথা প্রতিনিধি: ফরিদপুরের সালথায় জাতীয় যুব দিবস-২০১৯ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকাল ১০ টায় উপজেলা চত্তর থেকে একটি র্যালি বের হয়ে সালথা সদর বাজারের কয়েকটি সড়ক প্রদক্ষিন শেষে পূনরায় উপজেলা চত্তরে গিয়ে র্যালিটি শেষ হয়। পরে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকারের সভাপতিত্বে উক্ত সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়াম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোস্তফা আহসান কামাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল খায়ের, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আবেদ আলী, উপজেলা সমাজ সেবা অফিসার ফজলে রাব্বি নোমান, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাবলু, উপজেলা তথ্য বিষয়ক কর্মকর্তা (তথ্য আপা) নীলিমা রানী অধিকারী, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল, সাংবাদিক এফ এম আজিজুর রহমান, মনির মোল্যা প্রমূখ।
উল্লেখ্য, যুব উন্নয়নের প্রশিক্ষন নিয়ে প্রতিষ্ঠিত যুবক মনির হোসেনকে ২০ হাজার টাকার একটি চেক অনুদান হিসাবে তুলে দেওয়া হয়। এবং প্রশিক্ষিত কয়েকজন যুবকের মাঝে যুব উন্নয়ন অধিদপ্তর এর লোনের চেক তুলে দেওয়া হয়।
Leave a Reply