আঃ রাজ্জাক শেখ: রূপসা থানার প্রবেশদ্বারে ও ডিউটি অফিসারের রুমে ব্যতিক্রমী সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়েছে। এতে লেখা আছে-রূপসা থানায় মামলা বা জিডি করতে টাকা লাগে না’।
রূপসা থানায় যোগদান করা অফিসার ইনর্চাজ মোল্লা জাকির হোসেন এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন। ওসির এই উদ্যোগকে রূপসা উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বাগত জানিয়েছে।
ওসি জাকির হোসেন বলেন, থানায়
সেবাপ্রত্যাশীরা যেন কোনো প্রকার তারণা বা হয়রানির শিকার না হন, সেজন্য এই সাইনবোর্ড টাঙানো হয়েছে। আমরা রূপসা থানার
পক্ষ থেকে কোনো প্রকার টাকা ছাড়াই জনগণকে সেবা দিতে চাই।
বর্তমান ওসি জানুয়ারি মাসে রূপসা থানা যোগদানের পর থেকেই উপজেলার অপরাধমূলক কর্মকাণ্ড অনেকটাই কমে গেছে। অপরাধীরা এলাকা ছাড়া হয়েছেন অনেকেই। থানা এলাকায় নয়টি পুলিশ ক্যাম্প রয়েছে। বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড দমনের জন্য তিনি পেয়েছেন জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জের পুরস্কার।
Leave a Reply