বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে বুধবার (০৬.১১.১৯) অনুষ্ঠিতব্য জেএসসি ও জেডিসি ধর্ম বিষয়ক পরীক্ষায় মোট ১০টি কেন্দ্রের ৩৩৭৯জন পরীক্ষার্থীর মধ্যে ১১১জন অনুপস্থিত ছিল। অপরদিকে ছোলনা সালামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে তিন পরীক্ষার্থীকে অসদুপায় অবলম্বনের অভিযোগে বহিস্কার করা হয়। বহিস্কৃতরা হলো শরীফ আবু নাসির সাব্বির, আখি খানম ও লামিয়া আক্তার রিনতি। তারা উপজেলা বাইখির মাদ্রাসার শিক্ষার্থী।
Leave a Reply