নগরকান্দা প্রতিনিধিঃ ফরিদপুরের নগরকান্দায় ৫টি অবৈধ ড্রেজার মেশিন আগুন দিয়ে পুড়িয়ে বিনষ্ট করেছেন নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আহসান মাহমুদ রাসেল। বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার পুরাপাড়া ইউনিয়নের ব্রাহ্মণডাঙ্গা গ্রাম থেকে ২টি ড্রেজার মেশিন এবং গত রোববার (১ ডিসেম্বর) দুপুরে পুরাপুড়া ইউনিয়নের বাগাট এলাকা থেকে ২টি ড্রেজার মেশিন ও চরযশোরদী ইউনিয়নের গজারিয়া বিল এলাকা থেকে ১টি ড্রেজার মেশিন আগুন দিয়ে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আহসান মাহমুদ রাসেল বলেন, বুধবার দুপুরে ব্রাহ্মণডাগা গ্রামের মৃত আলতাফ মোল্যার ছেলে ইলিয়াস মোল্যার বাড়ীর পাশ থেকে ২টি ড্রেজার মেশিন জব্দ করে আগুন দিয়ে বিনষ্ট করা হয়েছে। এছাড়া, ১ ডিসেম্বর রোববার পুরাপুড়া ইউনিয়নের বাগাট এলাকা থেকে ২টি ড্রেজার মেশিন ও চরযশোরদী ইউনিয়নের গজারিয়া বিল এলাকা থেকে ১টি ড্রেজার মেশিন জব্দ করে আগুন দিয়ে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply