রবিউল হাসান রাজিবঃ ফরিদপুর রাইডার্স ক্লাবের উদ্যোগে ছিন্নমূল মানুষকে শীত বস্ত্র বিতরন করেছে। ফরিদপুর শহরের প্রায় সকল এলাকায় রাস্তার পাশে বিভিন্ন দোকানের সামনে রাত্রী-যাপনকারীদেরকে এই শীতে কম্বল বিতরণ করেছে ফরিদপুর রাইডার্সের সক্রিয় কিছু সসদ্যরা। শহরের পশ্চিম আলীপুর থেকে শুরু অম্বিকাপুর রেলগেট বাজার টেপাখোলা মোড় ও বাজার, ধলার মোড়, ৫০০ বেড হাসপাতাল, কানাইপুর, রাজবাড়ী রাস্তার মোড়, পুরাতন বাসস্ট্যান্ড, হয়ে জনতার মোড়ে গিয়ে কম্বল বিতরন শেষ হয়। ফরিদপুর রাইডার্স কাবের সদস্যরা বেশিরভাগই ছাত্র। এছাড়াও বিভিন্ন পেশায় নিয়োজিত কিছু সংখ্যক সদস্য রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য রয়েছে ফরিদপুর রাইডার্স কাবের সদস্যদের সকলের বাইক ও ড্রাইভিং লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজ নিয়ে সদস্য তৈরী হয়েছে। সদস্যদের মধ্যে থেকে সহযোগীতা করে কম্বল ক্রয় করে দরিদ্র মানুষকে দিয়েছেন। এ গ্রæপটির ইচ্ছা ও প্রচেষ্টা বিভিন্ন সেবামূলক কাজ করা।
এ বাইকাররা বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় ভ্রমনে গিয়েথাকে। বাইকাররা এ সেবা দেওয়ার পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন ।সেই সাথে অনুরোধ জানিছেন তাদের প্রতি যারা শীত বস্ত্র দিয়ে থাকেন শীতের শুরুতে শীত বস্ত্র দিতে পারলে দরিদ্র মানুষ বেশি উপকার পাবে। অনেক সময় দেখা যায় শীত শেষ হয়ে যায় শীতবস্ত্র দেওয়ায় এ জন্য শীত শুরুতে দিতে অনুরোধ জানিয়েছেন।
Leave a Reply