বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার ছোলনা গ্রাম থেকে ১৫ মাদক মামলার আসামিকে ১০ পিচ ইয়াবা সহ আটক করেছে থানা পুলিশ। থানা সূত্রে জানা য়ায়, মঙ্গলবার (২৪.১২.১৯) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ছোলনা গ্রামের হাসেম শেখের বাড়ির পাশ থেকে মাদক ব্যবসায়ী ছোলনা গ্রামের কাইয়ূম মোল্যাকে (৪৫) আটক করে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। কায়ূম মোল্যার নামে ১৫টি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় এসআই পলাশ কুমার দাস বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করেন। মামলা নম্বর ১৭। থানা অফিসার ইনচার্জ মো. আমিনুর রহমান বলেন, কায়ূমকে ১০ পিচ ইয়াবা বড়ি সহ আটক করা হয়। তার নামে পূর্বে ১৫টি মাদক মামলা রয়েছে। সবগুলো মামলায় জামিনে রয়েছে। তাকে বুধবার ফরিদপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply