বোয়ালমারী প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলামকে স্বপদে বহালের নিদের্শ দিয়েছেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা। গত ২৯.১২.২০১৯ সালে শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শকের স্বাক্ষরিত পত্রে উল্লেখ করা হয় বোর্ডে আপিল এন্ড আরবিট্রেশন কমিটির সিদ্ধান্ত মোতাবেক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক (বরখাস্তকৃত) মো. সিরাজুল ইসলামকে স্বপদে পুনর্বহাল করা হলো এবং পত্র ইস্যুর তারিখ হতে ১৫ দিনের মধ্যে প্রাপ্য বকেয়া পরিশোধ করে বোর্ডকে অবহিত করার জন্য দির্দেশ দিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটিকে। এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ. মান্নান মল্লিক বলেন, মো. সিরাজুল ইসলামকে যোগদান এবং তার বকেয়া বেতন পরিশোধ নির্দেশের বোর্ডের একটি চিঠি পেয়েছি। বিদ্যালয়ের সভাপতি দেশের বাহিরে থাকার কারণে কিছু বলতে পারছি না। সভাপতি দেশে ফিরে আসার পর ম্যানেজিং কমিটি বসে সিদ্ধান্ত নেবেন। উল্লেখ্য গত ২০১৮ সালের অক্টোবর মাসে বিদ্যালয়ের অভ্যন্তরিন আয়ের অর্থ আত্মসাতের অভিযোগে ম্যানেজিং কমিটি সিরাজুল ইসলামকে বরখাস্ত করেন।
Leave a Reply