শোভন এহসানঃ ‘শার্লক হোমস’ বিশ্বের পাঠক সমাজে অত্যন্ত সুপরিচিত এক নাম। জীবনে এ নাম কখনো শোনেননি, এমন মানুষের সাক্ষাৎ দুনিয়াতে খুব কমই মিলবে। স্কটিশ লেখক ও চিকিৎসক আর্থার কোনেন ডয়েল তাঁকে ১৮৮১ সালে পাঠক সমাজের সামনে নিয়ে আসেন। এরপর থেকে তাঁকে নিয়ে জল্পনা-কল্পনার কোনো শেষ নেই কৌতূহলী পাঠক সমাজে। বিশ্বের বিভিন্ন ভাষায় তাঁকে নিয়ে লেখা সিরিজ অনুদিত হবার পাশাপাশি সারা বিশ্বে তাকে নিয়ে দুই শতাধিক সিনেমা নির্মিত হয়েছে এ পর্যন্ত। এত বছর পেরিয়ে যাবার পরেও রহস্যপ্রেমী পাঠক সমাজের এ উন্মাদনা আজো থেমে নেই্। আজো তাঁকে নিয়ে বিভিন্ন দেশে বিভিন্ন ভাষায় বিভিন্ন ধরনের বই-পত্র রচিত হয়ে চলেছে। সেসব লেখা আজো কৌতূহলী পাঠকের মনের খোরাক জুগিয়ে চলেছে সমানতালে।
এ ধারাবাহিকতায় বিখ্যাত মার্কিন গোয়েন্দা লেখক লিওনার্দো গোল্ডবার্গ ২০১৭ সালে “The Daughter of Sherlock Holmes” নামক উপন্যাসে চিরচেনা শার্লক হোমসের জীবনের এক অজানা অধ্যায় পাঠক সমাজের সামনে তুলে এনেছেন। বইটি প্রকাশের পর রহস্যপ্রেমী পাঠক সমাজে ঝড় বয়ে যায়। ভক্তকুলের অকুন্ঠ প্রশংসার পাশাপাশি বইটি খোদ সমালোচকদের প্রশংসা কুড়াতে পর্যন্ত সক্ষম হয়েছে; আন্তর্জাতিক মহলে হয়েছে সমাদৃত।
এ বিষয়ে কথা হচ্ছিল,রাজবাড়ীর ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের ছাত্র শার্লক হোমসের বাংলা অনুবাদক আশিকুর রহমানের সাথে,তিনি আরো জানান, বিশ্বের বিভিন্ন ভাষাভাষী পাঠকের ন্যায় বাংলা ভাষার পাঠকেরা যাতে এ রহস্য রস আস্বাদন করতে পারে, সে বিষয়টিকে মাথায় রেখে বিশ্বজুড়ে আলোচিত উপন্যাসটিকে বাংলা ভাষায় রূপান্তর করবার চেষ্টা করেছি। উল্লেখ্য যে, ইদানীং কালে বাংলা সাহিত্যে অনুবাদ সাহিত্যের কদর বৃদ্ধি পেলেও তার সাহিত্য মান রক্ষা নিয়ে সাহিত্য বোদ্ধাদের মধ্যে নানা ধরনের মতভেদ দেখা যায়। এ বিষয়টি মাথায় রেখে ভাষাগত মান ও প্রাঞ্জলতা রক্ষার সর্বাত্মক চেষ্টা সবসময়-ই ছিল।
দ্যা ডটার অব শার্লক হোমস—- নামটির মধ্যেই মূল রহস্য লুকিয়ে আছে। আজীবন চিরকুমার হিসেবে জীবন কাটানো বিখ্যাত গোয়েন্দা, “বোহেমিয়ান” শার্লক হোমস কী করে কন্যা সন্তানের জনক হলেন, সে রহস্যের কথা না হয় বইটি পড়েই জানবেন। শুধু এটুকু আশ্বাস দিচ্ছি, অনুবাদ বলে হতাশ হতে হবে না আপনাকে। রহস্যের সে যাত্রায় আপনাকে স্বাগতম, প্রিয় পাঠক!!
বইটি আসন্ন অমর একুশে বইমেলায় প্রভিভা প্রকাশের স্টলে পাওয়া যাবে৷ এছাড়া আপনি চাইলে রকমারিতে প্রি-অর্ডার করে ঘরে বসেও বইটি পেতে পারেন৷