রবিউল হাসান রাজিবঃ ফরিদপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে ২০২০ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০১লা ফেব্রুয়ারি) সকাল ১০.০০ টায় আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার।
সভাপতিত্ব করেন আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শামসুল বারী সানু। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শহর আওয়ামীলীগের সভাপতি নাজমুল হোসেন খন্দকার লেভী, ম্যানেজিং কমিটির সদস্য আবুল কালাম আজাদ। এছাড়া স্কুলের শিক্ষার্থীবৃন্দ ও বিভিন্ন পেশার নারী-পুরুষ সহ স্থানীয় গন্যমান্য অনেকে। পরবর্তীতে ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Leave a Reply