বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পৌরসভার গুনবহা তালতলা অবস্থিত একটি সুনাম ধন্য প্রি-ক্যাডেট এন্ড মডেল হাই স্কুলে প্রয়াত-সমাজ সেবক মাও ডা. শরীফুল ইসলামের শোক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৮.০২.২০) সকালে স্কুল প্রাঙ্গনে এ শোক সভার আয়োজন করেন স্কুলটির পরিচালক কমিটি। মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুর রশীদের সভাপতিত্বে সভা প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ঠ ব্যবসায়ী, সমাজ সেবক ও নাজ কেবল নেটওয়ার্কের চেয়ারম্যান আব্দুস ছামাদ খান। এ সময় উপস্থিত ছিলেন, ফরিদপুর ইসলামিক মিশন মাদরাসার অধ্যাপক মো. মুনিরুল ইসলাম, বোয়ালমারী কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাও. খতিব হুসাইন আহমেদ, সাংবাদিক জাহিদ হাসান চঞ্চল, স্কুলের প্রধান শিক শ.ম. শাহাবুদ্দিন আহমেদ, কামরুজ্জামান (কামরুল) আরিফুজ্জামান (আরিফ), ডা. শরীফুল ইসলামের পিতা মো. ছিদ্দিকুর রহমান, ডা. শরীফুল ইসলামের ভাই মো. তারিকুল ইসলাম। স্মরণ সভায় দোয়া ও মরহুমের আত্মার মাকফেরত কামনায় বিশেষ দুয়া করা হয়।
Leave a Reply