সজীব ইসলাম, মধুখালি প্রতিনিধিঃ ফরিদপুর জেলা কার,মাইক্রোবাস মালিক সমিতি মধুখালী শাখার আয়োজনে মাইক্রোস্টান্ডকে ১৪২৭ বাংলা সনের ইজারা ভুক্ত করার লক্ষ্যেনোটিশে অর্ন্তভূক্ত করায় মাইক্রোস্টান্ডে মঙ্গলবার দুপুর ১২ টায় মাইক্রোবাস, কার ,পিকআপ, মাহিন্দ্র, ম্যাজিক, তিন চাকা, চার চাকা বিশিষ্ট পরিবহনের মালিকদের যৌথ উপস্থিতিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মধুখালী মাইক্রোবাস মালিক সমতিরি সভাপতি মো. জাকির হোসেন লস্করের সভাপতিত্বে মত বিনিময় সভায় বক্তব্য রাখেন সহ সভাপতি আব্দুল আলিম মানিক,সাধারন সম্পাদক মির্জা মাঝহারুল ইসলাম মিলন, মনজুর হোসন মনজু, পার্থ সাহা,আব্দুল হান্নান, জিবলু, আনোয়ার হোসেন, আক্কাস আলী, কৃষ্ণ কুমার প্রমুখ।
বক্তারা মাইক্রোস্টান্ডকে পৌরসভার সকল সুযোগনা দিয়ে ইজারা না দেওয়ার অনুরোধ জানান।অথবা সকল সুযোগ সুবিধা করে দেওয়ার পরইজারায় অর্ন্তভ’ক্ত করার দাবী জানান।
Leave a Reply