সালথা প্রতিনিধি: বীমা দিবসে শপথ করি, উন্নত দেশ গড়ি। এই ¯েøাগানকে সামনে রেখে ফরিদপুরের সালথায় প্রথম জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্তরের সামনে থেকে একটি র্যালী বের হয়। র্যালীটি সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুর্ণরায় উপজেলা পরিষদ চত্তরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা হলরুমে এক আলোচনা সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ তেলায়েত হোসেন. উপজেলা প্রোগ্রামার অফিসার টিপু সুলতান, পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল বারী, পপুলার লাইফ ইন্সুরেন্সের ফরিদপুর জেলা কো-অর্ডিনেটর মাহাবুবুল হক বুলবুল, উপজেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার আবুল কালাম, বীর মুক্তিযোদ্ধা খন্দকার আলীমুজ্জামান, সালথা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন বাচ্চু প্রমূখ।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার বীমার সুফল সম্পর্কে সকলের সাথে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
Leave a Reply