বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে এক গ্রাম পুলিমের বিরুদ্ধে বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে ধর্ষণ চেষ্টার মামলা করেছেন রহিমা বেগম (৩০) নামে এক নারী। মামলা নং ৯০/২০। ২৭ ফেব্রæয়ারি আদালত মামলা গ্রহণ করে জুডিশিয়াল তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলা সুত্রে জানা যায়, উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ধুুলজোড়া গ্রামের সোনা বিশ্বাসের ছেলে গ্রাম পুলিশ মো. হাসান বিশ্বাস ২৫ ফেব্রæয়ারি মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে আটটার দিকে ওই নারীকে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষনের চেষ্টা করে। ওই নারী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর হইতে বাহির হলে হাসান এ ঘটনা ঘটায়। এ সময় নারীর পরনের স্যালোয়ার-কামিজ ছিড়ে ফেলায়। গ্রাম পুলিশ হাসান বিশ্বাস জানান, রহিমা বেগমের ছেলের নামে মামলা ছিলো। তাকে পুলিশ ধরে নিয়ে যায়। সে কারণে ক্ষিপ্ত হয়ে রহিমা বেগম তার বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা করেছে। বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) মো. শহিদুল ইসলামও বলেন, মহিলার ছেলের বিরুদ্ধে মামলা ছিলো, হাসানানের তথ্যমতে পুলিশ ওই ছেলেকে গ্রেফতার করে। এর কয়েকদিন পরেই মামলা করে। মহিলা থানায় মামলা করতে যাননি বলে তিনি (শহিদুল ইসলাম) আরও জানান।
Leave a Reply