Spread the love


সজিব ইসলাম, মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালীতে মাছ বাজারে বিশাল আকৃতির বাগার মাছ আনা হয়েছে। বিরল প্রজাতির এই মাছটি বরিশাল থেকে মধুখালীতে আনা হয়েছে শহিদুল বিশ্বাসের আরদ এ।
মাছটি দেখতে মধুখালী মাছ বাজারে উৎসব জনতা ভিড় করেছে। এই ব্যাপারে মধুখালী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মির্জা মাজহারুল ইসলাম মিলনের সঙ্গে কথা বললে তিনি প্রতিবেদক কে বলেন এই মাছটি সামুদ্রিক মাছ হওয়ার কারণে সাধারণ সচারাচর পাওয়া যায় না এই মধুখালী বাজারে মাছ পেয়ে সাধারণ ক্রেতারা অনেক খুশি।
মাছ ব্যবসায়িক শহিদুল বিশ্বাস জানান সবসময়ই এই সুস্বাদু মাছ টি পাওয়া যায় না পদ্মা নদীর এই মাছটি বরিশাল থেকে আনা হয়েছে প্রায় ৭০থেকে ৮০ কেজি এই মাছটি ১০০০, টাকা কেজি হিসেবে বিক্রয় করার জন্য মূল্য নির্ধারণ করা হয়েছে বলে জানান।


Spread the love