নিজস্ব প্রতিবেদক: ফরিদপুর পৌরসভার আয়োজনে এবং ব্র্যাকআরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের সহযোগীতায় পৌরসভা চত্বরে’’করোনাভাইরাস থেকে নিরাপদ থাকতে ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষে পক্ষকালব্যাপী “হ্যান্ড্ওয়াশিংক্যাম্পেইন”বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। সকাল ১০টায় হ্যান্ড্ওয়াশিং ক্যাম্পেইনের উদ্বোধন করেন পৌর মেয়র শেখ মাহতাব আলী মেথু। মেয়র পৌরবাসীকে ভীত না হয়ে সঠিকভাবে করোনা ভাইরাস থেকে নিরাপদ থাকার নিয়মাবলী মেনে চলার আহবান জানান। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো: শাহজাহানমিয়া, কাউন্সিলর মো: আনিসুরর হমান চৌধুরী সাবুল, পৌরসভার নিবার্হী প্রকৌশলী মোঃ শামসুল আলম, ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের আঞ্চলিক সমন্বয়কারী মো: ইকরাম হোসেন সহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা বৃন্দ।
Leave a Reply