Spread the love


নিজস্ব প্রতিবেদক: ফরিদপুরে করোনা সচেতনতায় এবার ফেসবুক গ্রুপের বন্ধুদের সাথে নিয়ে ফরিদপুর শহরের খেটে খাওয়া গরিব মানুষের মাঝে হাত ধোয়ার সাবান বিতরন করেছেন ফেসবুক গ্রুপের সদস্যরা। তবে এই ফেসবুক গ্রুপের সদস্যদের কোন নিজস্ব সংগঠন নেই। তারা ফেসবুকে পোষ্ট দিয়ে কিছু কলেজে পড়–য়া ছাত্র এবং স্বেচ্ছাসেবী সংগঠনের দুএকজন সদস্য নিয়ে তারা এ কাজ শুরু করেন।
রবিবার সকাল সাড়ে ১০টায় ফরিদপুর পুলিশ সুপার কার্যালয়ের সামনে থেকে সাবান বিতরন শুর হয়। শুরতে ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান এর উদ্বোধন করেন তাদের নিয়ে। এরপর তারা শহরের খেটে খাওয়া মানুষ ও বস্তিবাসিদের মাঝে সাবান বিতরন করেন দুপুর পর্যন্ত।
এসময় তারা সাবান দেওয়া ছাড়াও তারা করোনা ভাইরাস বিষয়ে সচেতনতামূলক বক্তব্য প্রদান এবং লিফলেট বিতরণ করেন।


Spread the love