নিজস্ব প্রতিবেদকঃ ফরিদপুরে নির্ধারিত মূল্য অপেক্ষা অধিক মূল্যে ভিনেগার বিক্রি করায় ২ প্রতিষ্ঠানকে ২০,০০০ টাকা জরিমানা করা হয় ও লিখিত অভিযোগ দায়ের করে অভিযোগকারী পেল প্রণোদনা বাবদ ২৫০০ টাকা।
আজ ২৮ মার্চ, ২০২০ শনিবার, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের সার্বিক নির্দেশনায় ও পরিচালক (প্রশাসন) মহোদয়ের তত্ত্বাবধানে এবং জেলা প্রশাসক, ফরিদপুর মহোদয়ের সহযোগিতায় ফরিদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: সোহেল শেখ এঁর নেতৃত্বে সদর উপজেলার বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করা হয়। একজন ভোক্তা ঝিলটুলীতে অবস্হিত স্টার সুপার সপের বিরুদ্ধে নির্ধারিত মূল্যের অধিক মূল্যে ভিনেগার বিক্রির লিখিত অভিযোগ দায়ের করলে অভিযোগটি তাৎক্ষণিক আমলে নিয়ে সত্যতা যাচাইয়ে উক্ত প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সরকারি প্রতিষ্ঠান কেরু এন্ড কোং লি. এর উৎপাদিত কেরুজ ভিনেগার (৪৫০ এমএল) এর প্রকৃত এমআরপি মূল্য ৬০ টাকা হলেও অভিযোগকারী ভোক্তার নিকট হতে নেওয়া হয়েছে ১৩০ টাকা। নির্ধারিত মূল্য অপেক্ষা বেশি নেওয়ায় প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ১০,০০০ টাকা জরিমানা আরোপ করা হয়। অভিযোগকারীকে আইনের ৭৬(৪) ধারা অনুযায়ী এবং ডিজিটাল সেবা ই-প্রণোদনার মাধ্যমে জরিমানার ২৫ শতাংশ হিসাবে ২৫০০ টাকা প্রদান করা হয়। অপরদিকে চকবাজারে অবস্হিত অাইনাল স্টোর একই অপরাধে অর্থাৎ নির্ধারিত মূল্য অপেক্ষা অধিক মূল্যে কেরুজ ভিনেগার বিক্রির প্রমাণ পাওয়ায় আইন অনুযায়ী উক্ত প্রতিষ্ঠানটিকেও ১০,০০০ টাকা জরিমানা আরোপ করা হয়েছে। এছাড়াও পশ্চিম খাবাসপুরে মুদি দোকান দেবাশীষ স্টোরে একাধিকবার বলার পরেও নিত্য পণ্যের মূল্য তালিকা না থাকায় ২,০০০ টাকা জরিমানা আরোপ করা হয়েছে। অভিযানে ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করতে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন মোঃ বজলুর রশিদ খান, জেলা স্যানিটারি ইন্সপেক্টর, সিভিল সার্জন অফিস, ফরিদপুর, জেলা চেম্বারের স্হানীয় নেতৃবৃন্দ এবং জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: সোহেল শেখ।
Leave a Reply