ভাঙ্গা প্রতিনিধিঃমানবসেবায় এগিয়ে আসি’-এই শ্লোগানকে সামনে রেখে ফরিদপুরের ভাঙ্গায় বিভিন্ন পেশার তরুনদের নিয়ে গড়া‘‘সম্মিলিত প্রয়াস’’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে করোনা ভাইরাসের কারনে ক্ষতিগ্রস্থ এলাকার ২ শতাধিক হতদরিদ্রদের মাঝে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরন করা হয়েছে। মঙ্গলবার সকালে এলাকার উদ্যোমী ২৫ জন তরুনদের নিয়ে গড়া সংগঠনটির সভাপতি শাফিন আহমেদ ফারুকের নেতৃত্বে এর সদস্যরা উপজেলার চান্দ্রা ইউনিয়নের গোয়ালদী সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী নিয়ে পার্শ্ববর্তী ৫ গ্রামের হতদরিদ্র পরিবারগুলোর বাড়িতে পৌছে দেন। এসব সামগ্রীর মধ্যে রয়েছে ৫কেজী চাল, ১কেজী ডাল,১ কেজী তেল,১ কেজী আলু,১ কেজী পেঁয়াজ ও ১টি সাবান । তরুনরা জানান, প্রথম পর্যায়ে আমরা নিজস্ব অর্থায়নে সামর্থ অনুযায়ী সামাজিক দায়বদ্বতা থেকে কিছু করার চেষ্টা করেছি। অচিরেই ২য় ধাপে আরও কিছু করার ইচ্ছা রয়েছে।
Leave a Reply