রবিউল হাসান রাজিবঃ এতিহ্যবাহী ফরিদপুর জেলার সদর উপজেলার মাচ্চর ইউনিয়নে অবস্থিত খলিলপুর বাজার বণিক সমিতির উদ্যোগে তিনশত জন স্থানীয় দিন মুজুরদের ত্রাণ বিতরণ করা হয়েছে।
বর্তমান বিশ্বের বহুল আলোচিত নোভেল করোনা COVID-19 করোনা ভাইরাসে সব কিছু বন্ধ রাখার প্রাদুর্ভাবে খেটে খাওয়া নিম্ন আয়ের তিনশত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকাল ৯ টার সময় সদর উপজেলার খলিলপুরে বাজার বণিক সমিতির উদ্যোগে বাংলাদেশ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের সহয়তায় ১০ কেজি চাউল, ১ কেজি ডাল, লবন আধা কেজি, পিয়াজ ১ কেজি, সয়াবিন তেল ১ লিটার, সাবান ১ টি এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন মাচ্চর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওমর আলী মোল্লা, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক নুরুজ্জামান, ১ নং ওয়ার্ডের সভাপতি ও খলিলপুর বাজার বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি রায়হান সরদার চুন্নু, ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ফয়সাল আহম্মেদ রানা, সাধারন সম্পাদক মনোয়ার হোসেন গরীবুল্লাহ প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পথিমধ্যে স্থানীয়দের খাবার সামগ্রী নিয়ে যাবার সময়ে জিজ্ঞেস করলে বলেন খাদ্য সামগ্রী পেয়ে খুব খুশি হয়েছেন এই সংকটে।
Leave a Reply