বোয়ালমারী প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউয়িনের প্াঁচ ময়না গ্রামে রোববার (০৬.০৪.২০) দুপুরে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এলাকা সূত্রে জানা যায়, রোববার দুপুরে ওই গ্রামের দিনমজুর বাদশা শেখের রান্না ঘর থেকে আগুনে সূত্রপাত হয়। এ সময় বাদশা শেখের রান্না ঘরের মাচার গোলায় থাকা প্রায় লক্ষাধিক টাকার ধান ও পিয়াজ পুড়ে যায়। আগুনে কৃষক বাদশা শেখের একটি বসত ঘর, কৃষক রফিক শেখ ও ইনছুর শেখের দুইটি রান্না ঘর পুড়ে যায়। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌছায়। ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার জাফর শেখ বলেন, ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রনে আনে।
Leave a Reply