মো. মনির হোসেন পিন্টু,চরভদ্রাসন প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় (কোভিড-১৯) করোনাভাইরাস আক্রান্ত প্রথম এক নারী সনাক্ত হয়েছেন।
আক্রান্ত রোগীর বাড়ি উপজেলা সদর ইউনিয়নের বালিয়া ডাঙ্গী গ্রামে। সে ওই গ্রামের মাহমুদুল হাসানের স্ত্রী।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাফিজুর রহমান বলেন, উপজেলায় গত ৩এপ্রিল থেকে এই পর্যন্ত নমুনা পাঠানো ৩৮ জনের মধ্যে এই প্রথম একজন নারী করোনারোগী সনাক্ত হলো।
তিনি বলেন, তার মধ্যে আগে থেকে করোনা আক্রান্ত হওয়ার কোনো লক্ষন ছিলোনা। তবে, সে গত শুক্রবার ঢাকা থেকে বাড়িতে আসলে পরিক্ষার পর তার মধ্যে এ করোনা ধরা পরে।
তিনি আরো জানান, যেহেতু তার মধ্যে আগে থেকে করোনার কোনো লক্ষন ছিলোনা। তাই তার শারীরিক অবস্থা অনেকটাই স্বাভাবিক।
তবে, সে করোনা আক্রান্ত সনাক্ত হওয়ার পর তার বাড়িসহ আশেপাশের বেশ কয়েকটি বাড়ি লক ডাউন ঘোষনা করা হয়েছে বলে তিনি জানান।
Leave a Reply