রবিউল হাসান রাজিবঃ অভুক্ত মানুষের মাঝে ইফতার বিতরণ। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দিন দিন বেড়েই চলছে। এদিকে চলছে রোজার মাস।
গত কাল সন্ধ্যায় ফরিদপুরে একদল সেচ্ছাসেবী কিছু অসহায় মানুষ সহ বিভিন্ন পেশার মানুষের কাছে পৌঁছে দিয়েছে ইফতার। সেচ্ছাসেবীদের মধ্যে হিন্দু, মুসলিম সবাই হাত বাড়িয়ে দিয়েছে। মোল্লাবাড়ি সড়ক কলোনি মসজিদ, নতুন বাস টার্মিনাল, পুরান বাস টার্মিনাল, জনতা ব্যাংক মোর, টেপাখোলা, লক্ষ্মীপুর, পূর্ব খাবাসপুর মোর সহ কলোনি মসজিদে ৩০ জনের জন্য ইফতার দেয়া হইছে।
এছাড়া পথচারী, ট্রাফিক পুলিশ, রিকশাওয়ালা ও গরীব অসহায় মানুষসহ কিছু মানসিক ভারসাম্যহীন ও অভুক্ত মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।
কলোনি মসজিদে ৩০ জনের জন্য দেয়া হইয়েছে। এছাড়া পথচারী, ট্রাফিক পুলিশ, রিকশাওয়ালা ও গরীব অসহায় মানুষদের মাঝে ইফতার বিতরণ করা হয়। সর্বমোট ছিলো ১৫০ প্যাকেট।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হৃদয়, আকাশ, আলামিন, রোজলিন, প্রান্ত, সৌরভ, সোহানা এবং নাম প্রকাশে অনিচ্ছুক কিছু ব্যক্তিগণ।
Leave a Reply