আলফাডাঙ্গা প্রতিনিধি : ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভার মেয়র মো. সাইফুর রহমান সাইফারের বিরুদ্ধে ফেসবুকের মাধ্যমে মানহানিকর ফোনালাপ প্রকাশ করার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করে প্রতিবাদ করা হয়েছে। ১০মে রোববার সকাল ১০ টার দিকে আলফাডাঙ্গা প্রেসকাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে মেয়র মো. সাইফুর রহমান অভিযোগ করেন আলফাডাঙ্গা উপজেলা চেয়ারম্যান একেএম জাহিদুল হাসান জাহিদ ও জনৈক সিকদার লিটন উদ্দেশ্যমূলকভাবে নিজেদের মধ্যে ফোনালাপ রেকর্ড করে তার (মেয়রের) ভাবমুর্তি ক্ষুন্ন করার লক্ষ্যে তার ফেসবুকের মাধ্যমে প্রকাশ করেন। তিনি এমন ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানান। এ সময় প্রেসকাবের সভাপতি মো. এনায়েত হোসেনের সভাপতিত্বে উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম আকরাম হোসেনসহ দলীয় নেতৃবৃন্দ ও পৌর কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান একেএম জাহিদুল হাসান জাহিদ এর সাথে মুটোফোনে চেষ্টা করে কথা বলা সম্ভব হয়নি।
Leave a Reply