সদরপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলার সদর ইউনিয়নের বাইশরশি ডাক্তার বাজার ঠাকুর বাড়ীর মোড়ের ইউনুছ খার বাড়ীর সামনের রাস্তায় রাত অনুমান সাড়ে নয়টায় গোপন সংবাদের ভিত্তিতে ১২ বোতল ফেন্সিডিল ইদ্ধার করে সদরপুর থানা পুলিশ। সদরপুর থানার এস.আই. ইলিয়াছ জানান গোপন সংবাদের মাধ্যমে উক্ত স্থানে গিয়ে মাদক ব্যবসায়ী শামচু মোল্যার (৩০) কোমর থেকে ২ বোতল ফেন্সিসিডিল উদ্ধার করেন। পরে আসামীর কথামত তার সহযোগী মাদক ব্যবসায়ী রাসেল মাতুব্বরের বাড়ী থেকে আরও ১০ বোতল ফেন্সিডিলি উদ্ধার করেন। রাসেল মাতুব্বর পলাতক। আটককৃত শামচু মোল্যাকে ১২ বোতল ফেন্সিডিলসহ ফরিদপুর জেল হাজতে প্রেরণ করেন। এ ব্যাপারে সদরপুর থানার মাদক আইনে গতকাল দুপরে একটি মামলা দায়ের করা হয়। মামলা নং ৮, তাং ১২/০৫/২০ইং।
Leave a Reply