Spread the love

ফ,ম,আইয়ুব আলী , রুপসা প্রতিনিধিঃ সারাদেশে করোনা ভাইরাসের প্রর্দুভাবের কারনে শ্রমিক সংকট হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণায় ও এমপি সালাম মূশের্দীর নির্দেশনায় রুপসা উপজেলা আমদাবাদ যুব সমাজের উদ্যোগে আমদাবাদ হতদরিদ্র কৃষক মোঃ জাকির হোসেন খান এর ৬৬ শতাংশ জমির ফসল তার অনুমতি সাপেক্ষে কর্তন করে বাড়িতে পৌঁছে দেওয়া হয়।
১৪ মে ভোর ৫ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত চলমান ধারাবাহিকতায় কর্মসূচির অংশ হিসেবে আজ অষ্টম দিনে আমদাবাদ যুব সমাজের উদ্যোগে আমদাবাদ বিলের হত দরিদ্র কৃষকের জমির ফসল কর্তন করে দেওয়া হয়।
ধান কাটায় অংশ গ্রহন করেন যুবসমাজের উপদেষ্টা এহতেশামুল হক অপু, সভাপতি রাকিবুল ইসলাম ফাহাদ, নুরুন্নবী, তপু, হৃদয় খান,সাব্বির হোসেন,তামিম ইকবাল,ইকরাম,শাকিল,খাইরুল,সেলিম,হানিফ, সাইফুল,সবুজ, শফিকুল ও আকাশ প্রমুখ।


Spread the love