Spread the love

রূপসা প্রতিনিধি: খুলনার রূপসায় বালু বোঝাই ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মীম (৮) নামে একটি শিশু নিহত হয়েছে।

বৃহস্পতিবার(১৪ মে) দুপুর সোয়া ১২টার দিকে রূপসা উপজেলার বীরশ্রেষ্ট রুহুল আমিন সড়কের বাগমারাস্থ লকপুর ফিসের নামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মীম উপজেলার নিকলাপুর গ্রামের পরিবহন সুপার ভাইজার (কন্ট্রাক্টর) মো. ইব্রাহিম হোসেন ঝুনার কন্যা।
তারা লকপুর ফিসের সামনে একটি বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে।
মীম ইলাইপুরস্থ অনুশীলন মজার স্কুলের প্রথম শ্রেণীর ছাত্রী ছিলেন।
রূপসা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আমিরুল ইসলাম জানান, শিশু মীম রাস্তা পার হওয়ার সময় বালু বোঝাই একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর অবস্থা বেগতিক দেখে চালক ট্রাক ফেলেই পালিয়ে যায়। ট্রাকটি জব্দ করা হয়েছে। লাশ উদ্ধার ও মামলার প্রস্তুতি চলছে।


Spread the love