পিন্টু, চরভদ্রাসন(ফরিদপুর)প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজিরটেক ইউনিয়নের দোপা ডাঙ্গী গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শেখ মনিরুজ্জামান ওরফে মনি মাতুব্বর(৬৩) নামে এক বৃদ্ধর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৫ মে ) বিকালের দিকে এ ঘটনা ঘটে। নিহত মনির ওই এলাকার মো. মৃত শেখ মহনের ছেলে।
স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যার দিকে সে বাড়ির পাশে মসজিদের ফ্লোরে পানি দিয়ে মটরের তার গোছানোর সময় হটাৎ করে বিদ্যুৎস্পৃষ্ট হন।
এ সময় পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে ঘটনাস্থল থেকে দ্রুত উদ্ধার ফরিদপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
Leave a Reply