রূপসা প্রতিনিধিঃ করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা অব্যাহত রেখেছে পূূর্ব- রূপসাস্থ সারাহ্ সুপার স্টোর পরিবার। তারই ধারাবাহিকতায় আজ সোমবার ১৮ মে সকাল সাড়ে ১০ উপজেলার নৈহাটী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে খাদ্য সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের কর্মহীন হয়ে পড়া অসহায় শতাধিক পরিবারের মাঝে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়। নৈহাটী মধ্যপাড়া এলাকায় অনুষ্ঠিত এ খাদ্য সহায়তা কার্যক্রমে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মো. কামাল হোসেন বুলবুল, সারাহ্ সুপার স্টোর পরিবারের পক্ষে প্রতিষ্ঠানের পরিচালক এস এম শহিদুল ইসলাম সুমন ওরফে মেঝো ভাই, সংরক্ষিত ইউপি সদস্য রেশমা আক্তার, আওয়ামীলীগ নেতা মো. তারেক প্রমুখ।
খাদ্য সহায়তা বিষয়ে ইউপি চেয়ারম্যান বলেন, করোনা ভাইরাসের কারণে সাধারণ মানুষ কর্মহীন হয়ে পড়েছে। পরিবার পরিজন নিয়ে তারা চরম বিপর্যস্ত। এ অবস্থায় সরকার খাদ্য সহায়তা দিয়ে যথাসাধ্য চেষ্টা করছেন অসহায় মানুষের সাহায্যে। সেক্ষেত্রে সারাহ্ সুপার স্টোর পরিবার চলমান এ সংকট মোকাবেলায় অসহায় মানুষের পাশে দাঁড়ানোয় তাদেরকে সাধুবাদ জানাই।
Leave a Reply