Spread the love

নিজস্ব প্রতিবেদকঃ ফরিদপুরে মুক্তিযোদ্ধা বাবার মাসিক সম্মানির টাকায় দুস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন শহর আওয়ামী লীগের সদস্য আব্দুর রাজ্জাক সেলিম। করোনার এই ক্রান্তিকালে ঈদ উপহার পেয়ে স্বস্তির হাসি ফুটে উঠেছে অনেকের মুখে।

শনিবার দুপুর ২টার দিকে শহরের গোয়ালচামট বেতুয়াবাড়ি সড়কে পাঁচ শতাধিক পরিবারের মাঝে পোলাও চাল, চিনি, সেমাই, তেল, সুজি ও দুধ বিতরণ করেন তিনি।

এ সময় শহর আওয়ামী লীগ সভাপতি নাজমুল হাসান খন্দকার লেভী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সামগ্রী দরিদ্রদের মাঝে তুলে দেন।

এছাড়া উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার নজরুল ইসলাম জামাল, শহর আওয়ামী লীগের সাংঠনিক সম্পাদক জাফর ইকবাল হারুন, ওয়ার্ড আওয়ামী লীগের মশিউর রহমান অনু, মহিলা সম্পাদিকা আলেয়া বেগম প্রমুখ।

আব্দুর রাজ্জাক সেলিম জানান, তার বাবা আয়নাল হক একজন মুক্তিযোদ্ধা ছিলেন। সরকারের দেয়া মুক্তিযোদ্ধা সম্মানির টাকায় দরিদ্রদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।


Spread the love