Spread the love

সজীব ইসলাম, মধুখালি প্রতিনিধিঃ ফরিদপুর জেলা মধুখালী উপজেলা ১১নং কোড়কদী ইউনিয়ন এর কর্মবীর যুবক তারিকুল ইসলাম এনামুল তার নিজ এলাকায় অল্প বয়সে সকলের প্রিয় স্নেহের পাত্র হয়ে উঠেছে।
সকাল থেকে রাত অবধী তার ছুটে চলা কোড়কদী ইউনিয়ের সাধারণ জনগণের পাশে। তার কথা আর কাজের একটি চমৎকার অনুভূতি রয়েছে। বয়সের কোনো ভেদাভেদ নেই,, ধনী আর গরীবের কোন তফাৎ নেই সবাই তার কাছে সমান৷

এই মহামারী করোনাভাইরাস এর মধ্য দিয়ে তিনি কোড়কদী ইউনিয়ন বাসীর পাশে দাঁড়ায়, এবং ২৫০থেকে-৩০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন। তারিকুল ইসলাম এনামুল নানা সংগঠনের সাথে জড়িত রয়েছে যেমন নতুন কুঁড়ি কিন্টার গার্ডেনের এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে রয়েছেন।
এছাড়া মধুখালী উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা যুবদলের সদস্য ও সাবেক ছাত্র নেতা।
তারিকুল ইসলাম এনামুল সাংবাদিক দের জানান কোড়কদী ইউনিয়ন এর জনগণের পাশে আছি থাকবো তাদের শুখে দুঃখে তাদের পাশে থাকবো এবং কোড়কদী ইউনিয়নে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী কারবারি দের আইনের হাতে তুলে দিবো এবং কোড়কদী ইউনিয়ন মাদক মুক্ত হিসেবে গড়ে তুলবো।


Spread the love