বোয়ালমারী প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের হাসামদিয়া গ্রামে লকডাউন হওয়া চার বাড়িতে মঙ্গলবার (০৯.০৬.২০) খাবার পৌঁছায় দিলেন চতুল ইউপি চেয়ারম্যান শরীফ সেলিমুজ্জামান লিটু। লকডাউন করা হাসামদিয়া গ্রামের ওই চার বাড়ির সদস্য করোনায় আক্রান্ত হয়। পরে তাদের বাড়ি লকডাউন করেন উপজেলা প্রশাসন। মঙ্গলবার (০৯.০৬.২০) চতুল ইউপি চেয়ারম্যান শরীফ সেলিমুজ্জামান লিটু চাল, ডাল, তেল, সাবান, কাচা বাজারসহ খাদ্য সামগ্রী পৌঁছায় দেন। এ সকল খাদ্য সামগ্রী চেয়ারম্যানের নিজ অর্থায়নে দেওয়া হয়েছে বলে জানা গেছে। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান বলেন, হাসামদিয়া গ্রামের ওই রোগীরা সুস্থ্য আছে। আশা করি বাড়িতে থেকেই পুরোটা সুস্থ্য হয়ে উঠবে।
এদিকে জীবনের ঝুঁকি নিয়ে পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান তার টিম নিয়ে উপজেলার বিভিন্ন গ্রামে গিয়ে নমুনা সংগ্রহ করছেন। সর্বচ্ছ সেবা দিয়ে যাছেন রোগীদের । রাতেও বিভিন্ন এলাকায় ছুটে বেড়াচ্ছেন তিনি।
Leave a Reply